Print Date & Time : 7 July 2025 Monday 2:06 am

ঝিনাইদহে বিএনপির স্মারকলিপি পেশ

ঝিনাইদহ প্রতিনিধি- বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার দাবিতে ঝিনাইদহে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।

বুধবার সকালে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মজিবর রহমানের কাছে এ স্মারকলিপি পেশ করে। সেসময় জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম-আহবায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা,কামাল আযাদ পান্নু,আব্দুল মজিদ বিশ্বাসসহ অংঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিএনপির নেতৃবৃৃন্দ তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করেন। স্মারকলিপিতে বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসা পেতে বিদেশে পাঠানোর দাবি করা হয়। অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো না হলে এবং এর ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবে না।