Print Date & Time : 11 September 2025 Thursday 11:58 am

ঝিনাইদহে বিচারকের বিরুদ্ধে বিচারপ্রার্থীর মানববন্ধন

ঝিনাইদহে আদালতের বিচারকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এক বিচারপ্রার্থী।

রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে বিচারপ্রার্থী ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার বাসিন্দা আলমগীর হোসেন ও তার স্বজনরা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে আলমগীর হোসেন ও তার পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশ নেয়।

সেসময় বিচারপ্রার্থী আলমগীর হোসেন অভিযোগ করেন, ভূয়া কাগজপত্র দেখিয়ে আমার পিতার ক্রয় সুত্রে পাওয়া জমি একই এলাকার শরিফুল ইসলাম ও তার ওয়ারেশরা অধিগ্রহণের টাকা তুলে নিয়েছে।

এ নিয়ে আমি আদালতে মামলা দিলে সকল কাগজপত্র থাকা স্বত্তেও ঝিনাইদহের অতিরিক্ত জেলা জজ তৃতীয় আদালতের বিচারক খামখেয়ালীপনা রায় দিয়েছে। আর আমি যেন বিচার না পায় সেই ব্যবস্থাও করেছে। আমি সঠিক বিচার দাবী করছি। সেই সাথে অধিগ্রহণের টাকা পাওয়ার দাবী জানান।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ আগষ্ট ২০২৩