ঝিনাইদহ প্রতিনিধি।।ঝিনাইদহে হতদরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থানমুলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বিনামুল্যে ড্রাইভিং কাম অটো মেকানিকস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বহুমুখি মানব কল্যাণ সংস্থার কার্যালয়ে এ প্রশিক্ষণেরর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন বহুমুখি সমাজ কল্যাণ সংস্থার সেক্রেটারী ও শৈলকুপার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান কার্যালয়ের সমন্বয়ক আতোয়ার রহমান, সদস্য সময় সংবাদের রিপোর্টার লোটাস রহমান সোহাগ।
আয়োজকরা জানায়, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ প্রশিক্ষণ চলবে আগামী ৪৫ দিন। ৩ টি ব্যাচে ৯০ জন ড্রাইভিং কাম অটো মেকানিকস প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ চলাকালীন সময়ে তাদের খাবার, যাতায়াত ভাড়া ও সম্মানী প্রদাণ করা হবে।
আর//দৈনিক দেশতথ্য//৪ আগষ্ট-২০২২

Discussion about this post