Print Date & Time : 10 May 2025 Saturday 2:07 pm

ঝিনাইদহে বিনামুল্যে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা

ঝিনাইদহে বিনামুল্যে ডাউন সিনড্রম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তা প্রদাণ করা হয়েছে।

২৪ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী শহরের এইড ফাউন্ডেশনের কার্যালয়ে সংস্থাটির প্রতিবন্ধী শিশু পূনর্বাসন কর্মসূচী আওতায় এ চিকিৎসা সেবা প্রদাণ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশনের উপ-পরিচালক হায়দার আলী, বিশেষজ্ঞ চিকিৎসক শফিউল আলম সোহাগ, এইড’র ফাইন্যান্স অফিসার রমিজ রেজা, সিবিআর ওয়ারকার আয়াতুল্লাহসহ অন্যান্যরা।

পরে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় অর্ধ-শত শিশুদের চিকিৎসা সেবা প্রদাণ করেন একই সাথে তাদের বিনামুল্যে ঔষধ ও রোগ নির্ণনের জন্য পরীক্ষার টাকাও প্রদাণ করা হয়।