‘তামাক নয়, খাদ্য ফলান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^ তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন পদ্মা সমাজকল্যাণ সংস্থা ও এইড ফাউন্ডেশন।
বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহায়তায় অনুষ্ঠিত কর্মসূচীতে বাটা প্রতিনিধি সংগঠন পদ্মা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, এইড ফাউন্ডেশনের প্রতিনিধি নাছির উদ্দীন বিশ্বাস, মেহেদী হাসান, পলাশ হোসেন, সামিহা ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা তামাকের কর, ই-সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চায় নিয়ন্ত্রণের দাবি জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ মে ২০২৩

Discussion about this post