Print Date & Time : 5 July 2025 Saturday 10:54 am

ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ‘সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে সিভিল সার্জনের কার্যালয় চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেসময় সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ, সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিথীলা পারভীন, সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা: জাকির হোসেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে অনেক মানুষই নিজের স্বাস্থ সম্পর্কে সচেতন নয়। ফলে অল্প বয়সে ডায়াবেটিকস, হার্টের সমস্যা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাই এই রোগগুলো প্রতিরোধে খাবার খাওয়া থেকে শুরু করে নিজের স্বাস্থ সম্পর্কে সচেতনতা খুবই জরুরী।

দৈনিক দেশতথ্য//এল//