Print Date & Time : 29 July 2025 Tuesday 11:06 am

ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রশীদের স্মরণ সভা

ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রশীদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সোমবার রাতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা নাট্য সমন্বয় পরিষদ এ স্মরণ সভার আয়োজন করে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আক্তারের স ালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান।

সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণশিল্পী সংস্থার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সালাম, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান লিটন, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাংবাদিক কে এম সালেহ ও মরহুম বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রশীদের ছেলে ডক্টর মোঃ সাইফুল ইসলাম শিপলুসহ বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য পরিষদের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই মরহুমের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার জীবণী নিয়ে আলোচনা করা হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ সেপ্টেম্বর ২০২৩