ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারি ৬৫ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার তেতুলতলা এলাকার এম, কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃতব্যক্তি, চাদপুর জেলার কচুয়া থানার নুরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারির ছেলে। স্কুল শিক্ষক সাইদুর রহমান জানান, এ লোকটা বেশ কয়েক মাস ধরে আমাদের স্কুলের আশেপাশে ঘোরাঘুরি করতো কারো সাথে তেমন একটা কথা বলতো না। সকালে রক্তাক্ত অবস্থায় স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন আছে। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দৈনিক দেশতথ্য//এল//