Print Date & Time : 5 May 2025 Monday 10:22 am

ঝিনাইদহে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা 

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক শৈলকুপা শাখার আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতি ভবন মিলনাতনে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা রামকৃষ্ণ দেবনাথ, মুখ্য আ লিক ব্যবস্থাপক তরিকুল ইসলাম, শৈলকুপা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক রহমত আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে গ্রাহক সেবার মান উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের ঋণ প্রাপ্তির উপর বিশেষ গুরুত্বরোপের পাশাপাশি আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে।

অনুষ্ঠানে ব্যাংকের ৩ টি শাখার ১১৭ জন গ্রাহকের মাঝে ২ কোটি ৭ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ ফেব্রুয়ারী ২০২৪