Print Date & Time : 1 August 2025 Friday 4:43 pm

ঝিনাইদহে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-‘স্মার্ট ভ‚মিসেবা, স্মার্ট নাগরিক’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ভ‚মি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

পরে সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, ঝিনাইদহ আদালতের এপিপি এ্যাড. বিকাশ কুমারসহ অন্যান্যারা বক্তব্য রাখেন।

আয়োজকরা জানায়, জেলা শহর ছাড়াও বাকী উপজেলা গুলোতে একই সাথে এ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আগামী ১ সপ্তাহ ভ‚মি উন্নয়ন কর, ই-নামজারীর আবেদন, নিষ্পত্তিসহ জমি সংক্রান্ত নানা সেবা প্রদাণ করা হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৮ জুন ২০২৪