Print Date & Time : 11 May 2025 Sunday 4:23 am

ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“ভূমি অফিসে না এসে, ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করুণ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মনিরা বেগম,  পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, রাজীবুল ইসলাম খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, অনলাইনে ভূমি সেবা প্রদাণে সকল প্রকার সচ্ছতা ও হয়রানি বন্ধে কর্মকর্তাদের প্রতি আহŸান জানান। সেই সাথে ভূমি সেবা ডিজিটাল করায় সরকারকে ধন্যবাদ জানান।

আর//দৈনিক দেশতথ্য//২২ মে-২০২২