Print Date & Time : 13 May 2025 Tuesday 2:04 pm

ঝিনাইদহে ভেটেরিনারিয়ানদের কর্মশালা

ঝিনাইদহে প্রাণি ও মানব স্বাস্থ্যঝুঁকি হ্রাসে ওয়ান হেলথ ধারণা অনুযায়ী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর সমাধানপ্রচার”শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের মকবুল হোসেন প্লাজার ফুডসাফারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন এক্মি’র ভেটেরিনারি মার্কেটিং ও সেলস সমন্বয়ক রাশিদুর রহমান রনজু ও  সহকারী বিক্রয় ব্যবস্থাপক মোঃ তবারক হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীবিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের  প্রফেসর ডাঃ এ.কে.এম. মোস্তফা আনোয়ার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোজিৎ ডাঃ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ডিস্ট্রিক্ট ট্রেইনিং অফিসার ডাঃ সুব্রত কুমার ব্যানার্জী, ঝিনাইদহ এক্মি’র এক্সিকিউটিভ ডাঃ শারমিন আক্তার ও এক্মি’র আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক শেখ আহম্মদ আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ। প্রশিক্ষণ কর্মশালায় গবাদি পশুতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হ্রাস করার পাশপাশি ওয়ান হেলথ ধারণা বাস্তবায়নের মাধ্যমে মানুষ ও প্রাণির স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উক্ত কর্মশালায় ঝিনাইদহে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ভেটেরিনারিয়ানগন উপস্থিত ছিলেন।

বা// দৈনিক দেশতথ্য// ১৭ নভেম্বর//