Print Date & Time : 5 July 2025 Saturday 3:49 am

ঝিনাইদহে ভ্যান বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহে প্রতিবন্ধী শিশুদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনার জন্য অভিভাবকদের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে শহরের এইড ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে এ ভ্যান বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের রেজি: কর্মকর্তা হাসানুজ্জামান, সদর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম, এইড’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, সহকারী পরিচালক সুরাইয়া পারভীন শিল্পীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এইড ফাউন্ডেশনের আয়োজনে ‘করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ কর্মহীন পরিবার পুর্নবাসন কর্মসূচীর আওতায় ১৩ টি প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের মাঝে বিনামুল্যে ভ্যান বিতরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//