Print Date & Time : 5 July 2025 Saturday 8:00 am

ঝিনাইদহে মঞ্চায়িত হলো যাত্রাপালা ‘একটি পয়সা’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দীর্ঘদিন পর মঞ্চায়িত হলো যাত্রাপালা। শুক্রবার রাতে অংকুর নাট্য একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে পরিবেশিত হয় সামাজিক যাত্রাপালা ‘একটি পয়সা’। এতে অভিনয় করেন অংকুরের ২৫ জন যাত্রাশিল্পী। ভৈরব গঙ্গোপাধ্যায় রচনায় সাইফুল ইসলামের নিদের্শনায় এ নাটকে ফুটিয়ে তোলা হয় গ্রামীণ বাংলার নানা চরিত্র। প্রেম-ভালোবাসা, বিরহ, অভাব আর সমাজের উচু মানুষের নানা সৌখিনতা আর বিলাসিতা। স্বদেশপ্রেম, অসাম্প্রদায়িকতা ও মানবিকতা বোধের নানা দিক উঠে আসে চরিত্রগুলোতে। ৩ ঘন্টা ব্যাপী চলা এই যাত্রাপালা উপভোগ করে নানা শ্রেণী পেশার মানুষ।
সমাপনী দিনের আলোচনা সভায় উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, নাট্যজন অনন্ত হিরা। আলোচনা সভা শেষে যাত্রাশিল্পী অতুল কুমার, তবলা বাদক রঞ্জন কুমার ভৌমিক ও ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীনবে গুণিজন সম্মাননা প্রদাণ করা হয়।
ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর প্রতিষ্ঠার রজতজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় গত ২৯ মার্চ শিল্পকলা একাডেমীতে ৪ দিন ব্যাপী সাংস্কৃতিক ও নাট্য উসব শুরু হয়।

দৈনিক দেশতথ্য//এল//