Print Date & Time : 20 July 2025 Sunday 8:29 pm

ঝিনাইদহে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন

ঝিনাইদহে মহিলা দলের দ্বি- বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করে জেলা মহিলা দল। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারন সম্পাদক সুলতানা আহম্মেদ, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, জেলা মহিলা দলের আহবায়ক কামরুননাহার লিজি, সদস্য সচিব তহুরা খাতুনসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে বক্তরা বলেন, দেশের কয়েক জেলার মানুষ যখন বন্যায় ভাসছে তখন সরকার পদ্মা সেতু উদ্বোধন নিয়ে আনন্দে মেতেছে। এটা শুধু মাত্র জনবিচ্ছিন্ন ভোট বিহীন অবৈধ সরকারের দ্বারাই সম্ভব। আগামী নির্বাচন তত্বাবোধায়ক সরকারের অধীনেই হতে হবে।

আর//দৈনিক দেশতথ্য//২৭ জুন-২০২২//