Print Date & Time : 9 September 2025 Tuesday 12:09 pm

ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ওজিএবি ও বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সদর হাসপাতালের নার্স ও চিকিৎসকরা ব্যনার, ফ্যাস্টুন ও লিফলেট নিয়ে অংশ নেয়। এসময় সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ আলা-উদ্দিন, শিশু কনসালটেন্ট ডাঃ আনোয়ারুল ইসলাম, অর্থপেডিক সার্জন ডাঃ মনিরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তরা, জীবনের ঝুকি নিয়ে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিয়ে থাকে । চিকিৎসা দিতে গিয়ে রোগী মৃত্যু হলে চিকিৎসকদের দায়ী করা হয়। কিন্তু কেন কি কারনে মৃত্যু হলো সেটা নিয়ে কেউ কথা বলে না। মানববন্ধনে চিকিৎসকদের জীবনের নিরাপত্তার বিষয়ে জোর দাবি জানানো হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ জুলাই ২০২৩