ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী- ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অণুর্ধ্ব-১৫) এর সমাপনী ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে মাসব্যাপী সমাপনী দিনে জেলা ক্রীড়া অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।
সেসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তাজু প্রমূখ। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়। এতে ২৬ জন ফুটবলার মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণ শেষে প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ ফেব্রুয়ারী ২০২৪

Discussion about this post