Print Date & Time : 4 July 2025 Friday 3:07 am

ঝিনাইদহে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহে এক নারীর দেওয়া মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সদর উপজেলার উদয়পুর গ্রামের কিছু পরিবার। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ভুক্তভোগী ওই গ্রামের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, উদয়পুর গ্রামের ভুক্তভোগী আনারুল ইসলাম, আতিয়ার রহমান, আব্দুল মোত্তালেব, আবু জাফরসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, উদয়পুর গ্রামে নার্গিস খাতুন ও তার সহযোগী ফয়জুর রহমান গ্রামের নিরীহ মানুষদের হয়রানি করতে মিথ্যা মামলার পাশাপাশি নির্যাতন চালিয়ে যাচ্ছে। সেই সাথে মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। উদয়পুর গ্রামের সাধারণ নিরীহ মানুষদের নানা ভাবে হয়রানি করছে ওই নারী। উল্টো নানা ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

মানববন্ধন থেকে তারা অভিযোগ করে বলেন, নার্গিস একজন মাদক ব্যবসায়ী। সে ফয়জুর রহমান ফয়েজের সাথে যোগসাজস করে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৪,২০২২//