Print Date & Time : 28 July 2025 Monday 9:47 am

ঝিনাইদহে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির ১ দফা দাবী আদায়ে আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ সফল করতে ঝিনাইদহে প্রস্তুতি সভা করেছে জেলা যুবদল।

শুক্রবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সদস্য ওমর ফারুক, ঁজাহিদ হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা, দলটির এক দফা দাবী আদায়ে আগামী ২৬ অক্টোবর ঝিনাইদহ থেকে শুরু হওয়া রোডমার্চ সফল করতে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২২ সেপ্টেম্বর ২০২৩