বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল রাতে শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে যুবলীগ। এসময় ৫১ পাউন্ড’র কেক কেটে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
সেসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগের সদস্য শাহ মোঃ ইব্রাহিম খলিল রাজাসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ নিয়ে বলতে চাই। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বিএনপি-জামায়েতের নৈরাজ্য এদেশে কায়েম হতে দেওয়া হবে না।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ নভেম্বর ২০২৩