ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে যুবলীগ নেতা আবন (৪২) হোসেনকে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পশ্চিম পাড়ার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আবন হোসেন ওই গ্রামের সালামত মন্ডলের ছেলে। সে ৮ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিল।
নিহতের ভাই হাসিবুল ইসলাম জানান, রোববার দুপুরে ঝিনাইদহ শহর থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল খাজুরা গ্রামের যুবলীগ নেতা আবন হোসেন। পথে বটতলা এলাকার মঙ্গলের মোড় এলাকায় পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাদের কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারুক হত্যার জের ধরে প্রতিপক্ষরা এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারণা করছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ আড়াইশো বেড হাসপাতাল মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ সোহেল রানা জানান, তারা এখন ঘটনাস্থলে অবস্থান করছে এবং জড়িতদের সনাক্ত করে আটকের জন্য চেষ্টা চালাচ্ছেন। তিনি আরো জানান ফারুক হত্যার জের ধরে এই হত্যাকান্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।\
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post