Print Date & Time : 5 May 2025 Monday 5:11 pm

ঝিনাইদহে রমজান উপলক্ষে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ শুরু

ঝিনাইদহ প্রতিনিধি- পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ শুরু করা হয়েছে।

 মঙ্গলবার সকালে শহরের আরাপপুরে জোহান ড্রীম ভ্যালী পার্কের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। সেসময় জোহান ড্রীম ভ্যালী পার্কের স্বত্তাধীকারী মোয়াজ্জেম হোসেন, তার ভাই হাজী মোহাম্মদ মজিবর, পৌরসভার সাবেক কমিশনার সেকেন্দার আলী, আরাপপুর বাইতুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ সিরাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জোহান ড্রীম ভ্যালী পার্কের স্বত্তাধীকারী মোয়াজ্জেম হোসেন জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জোহান ড্রীম ভ্যালী পার্কের পক্ষ থেকে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা বিভিন্ন গ্রামের ৩ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামী এক সপ্তাহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি মসুরের ডাল ও আধা লিটার তেল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষেরা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ মার্চ ২০২৪