Print Date & Time : 21 April 2025 Monday 11:00 am

ঝিনাইদহে শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

“ভাল কাজ করি, সুন্দর সমাজ গড়ি” এই শ্লোগানে ঝিনাইদহে হেল্পিং সেন্টার নামের একটি সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে সুবিধা বি ত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে হাটগোপালপুর আরটি কলেজ মাঠে প্রতিষ্ঠানের সভাপতি এইচ এম আশিক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আহসানুর রহমান,প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, হেল্পিং সেন্টারের সাধারণ সম্পাদক মোস্তফা লিমন,সহ-সভাপতি এনামুল হক,যুগ্ম-সম্পাদক রিফাত হোসেন,সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অর্থ সম্পাদক শাহ্ পরান,দপ্তর সম্পাদক আরেফিন সাগর, প্রচার সম্পাদক সিজান ইসলাম আজিম,সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য,“হেল্পিং সেন্টার”নামের একটি সমাজ কল্যাণ সংগঠন প্রতিষ্ঠার পর থেকে ঝিনাইদহ জেলাসহ বিভিন্ন জেলায় স্বেচ্ছায় রক্তদানসহ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড করে যাচ্ছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৮ এপ্রিল ২০২৩