Print Date & Time : 6 July 2025 Sunday 9:55 am

ঝিনাইদহে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে তার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে। পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি অন্যান্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানো হয়। পরে শহরের যুব উন্নয়ন অধিদপ্তরে চারা গাছ বিতরণ ও রোপন করা হয়। এছাড়াও দুপুরে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা।

পরে দুপুরে সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।