ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ২৭ তম দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মে) দুপুরে কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল। বক্তারা, চিনি শিল্পকে বাচিয়ে রাখতে আখের মৃল্য বৃদ্ধিও পাশাপাশি চিনি শিল্পের সিন্ডিকেট বন্ধে সরকারের প্রতি আহŸান জানান। আগামীকাল মোচিকে শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।
আর//দৈনিক দেশতথ্য//১৮ মে-২০২২//

Discussion about this post