ঝিনাইদহে ‘সমৃদ্ধি’ (হোম বেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের সুরক্ষা, অধিকার ও মর্যাদায়) প্রকল্পের সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন পাগলাকানাই ইউনিয়নের প্যানের চেয়ারম্যান জসিম উদ্দিন লোটন, সুশীল সমাজের প্রতিনিধি সুরাইয়া পারভীন মলি। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েলফেয়ার এফোর্টস (উই)-এর পরিচালক শরীফা খাতুন। উপস্থাপনা করেন প্রকল্পের সমন্বকারী সাব্দার হোসেন।
সভায় বক্তারা হোম বেজড গার্মেন্টস নারী শ্রমিকদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় ওয়েলফেয়ার এফোর্টস (উই), এর বাস্তবায়নে ‘সমৃদ্ধি’ নামে যে প্রকল্পটি গ্রহণ করেছে সেটির সাফল্য কামনা করেন। এ ছাড়া এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ মার্চ ২০২৩