Print Date & Time : 16 May 2025 Friday 10:05 am

ঝিনাইদহে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: “সম্মুখে ছুঁটেছি বাঁধাহীন হয়ে যুগের পৃষ্ঠে একেছি আমরা বিজয়ের পদ চিহ্ন” এ শ্লোগানে ঝিনাইদহে দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অংকুর নাট্য একাডেমীর আয়োজনে ঝিনাইদহ শিশু-কিশোর নাট্য দলের সহযোগিতায় সোমবার সকালে পোড়াহাটি ধানহাড়িয়া চুয়াডাঙ্গা এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অংকুর নাট্য একাডেমীর সভাপতি মোসলেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার প্রভাষক সাইফুল ইসলাম, অংকুরের আজীবন সদস্য আব্দুল আজিজ খান, মীর আব্দুল মান্নান, সাংবাদিক বসির আহাম্মেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস। আলোচনা সভা শেষে দিনব্যাপী নাট্যকর্মশালার উদ্বোধন করা হয়। বাছাইকৃত ২৫ জন নাট্যকর্মী ছেলে-মেয়ে কর্মশালায় অংশ গ্রহণ করেন। উল্লেখ্য সদর উপজেলার ১৭টি ইউনিয়ন পর্যায়ে সুস্থ্য সাংস্কৃতিক চর্চা প্রসারের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//