Print Date & Time : 29 July 2025 Tuesday 12:45 am

ঝিনাইদহে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আজিম-উল-আহসান। বুধবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সেসময় পুলিশ সুপার আজিম-উল -আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, ডিআইও ওয়ান আতিকুর রহমান, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ডিবি ওসি শাহীন উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, নিজাম উদ্দিন জোয়ারদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
নবাগত পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, ঝিনাইদহ থেকে মাদক সন্ত্রাসসহ সকল প্রকার অন্যায় অপরাধ দুর করতে পুলিশ বিভাগকে সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

সকলের প্রচেষ্টায় আমরা ঝিনাইদহকে ভালো রাখতে চাই। সামাজিক নানা সমস্যা সামাজিক আন্দোলনের মাধ্যমেই আমরা সমাধান করতে চাই।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ আগস্ট ২০২৩