ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে কর্মকর্তা কর্মচারীদের এফডিপিএস এর মেয়াদ পূর্ন হওয়ায় চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার সকালে শহরের সিও সংস্থার নিজস্ব কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয় । এতে সিও সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা।
সেসময় উপস্থিত ছিলেন সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন,উপ-পরিচালক মাহফিদুল আলম,প্রশিক্ষণ কর্মকর্তা আলিউজামান শেখ।
অনুষ্ঠানে সংস্থার ১০ জন কর্মকর্তা কর্মচারীদের মাঝে তাদের এফডিপিএস এর জমাকৃত টাকার লভ্যাংশ সহ ১০ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ মে ২০২৩