Print Date & Time : 28 July 2025 Monday 6:10 am

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর মিষ্টি উৎসব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয় লাভ করায় মিষ্টি উৎসব করেছেন ঝিনাইদহ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল। সোমবার বিকেলে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।

বিকেলে এ উপলক্ষে সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয়ী প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের আমন্ত্রন জানানো হয়। শুভেচ্ছা বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদি মহুল তার ঈগল পাখি মার্কায় ভোট দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী ৫ বছর সকলের পাশে থেকে সেবা করার আশ্বাসও দেন।

পরে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে মিষ্টি বিতরণ করা হয়। নানা শ্রেণী পেশার নানা বয়সী মানুষ মিষ্টি মুখ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনে ১১ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্ব›দ্বীতা করেন। ঈগল পাখি প্রতিকে ১ লাখ ৩৬ হাজার ৭’শ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ জানুয়ারি ২০২৪