Print Date & Time : 5 July 2025 Saturday 6:40 pm

ঝিনাইদহে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে ইউনিয়ন পরিষদ চত্তরে এ আয়োজন করা হয়। এসময় ১৪ নং ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুূদ লিলটন এর সভাপত্বিতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমানন্ডেট গোলাম মোস্তফা লোটন। এছাড়াও উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিত্য গোপাল শিকদার,সাধারণ সম্পাদক রনজিত কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ, বীরত্বগাথা এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে গুরত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।