Print Date & Time : 20 July 2025 Sunday 7:53 pm

ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষন

ঝিনাইদহ জেলা ইসলামিক ফাউন্ডেশর উদ্যোগে হজযাত্রীদের প্রশিক্ষন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষনের আয়োজন করে জেলা ইসলামিক ফাউন্ডেশন।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাাসক (সার্বিক) সেলিম রেজা ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম। প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান দান করেন ইসলামিক ফাউন্ডেশনর উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান ও ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনর উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান। প্রশিক্ষনে ১৬০ জন হজযাত্রী অংশগ্রহণ করেন।

আর//দৈনিক দেশতথ্য//২৬ মে-২০২২//