Print Date & Time : 29 July 2025 Tuesday 12:36 pm

ঝিনাইদহে হজ যাত্রীদের প্রশিক্ষণ

ঝিনাইদহে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রাথমিক প্রস্তুতি, প্রশাসনিক যোগাযোগ, হজের গুরুত্ব, তাৎপর্য ও মাসয়ালা ও হাজীদের স্বাস্থ্য সুরক্ষাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করেন, ঢাকা হাব’র প্রতিনিধি মোকাররম হোসেন, ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ, শহরের ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক। কর্মশালায় ৩’শ ২৬ জন হজ যাত্রী অংশ নেয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ মে ২০২৩