Print Date & Time : 13 September 2025 Saturday 4:16 am

ঝিনাইদহে ২য় পর্বে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে ২য় পর্বে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বুধবার সকালে শহরের সরকারি শিশু একাডেমি চত্বরে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, টিসিবির ডিলার খসরুজ্জামান বাবুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

টিসিবি কর্তৃপক্ষ জানায়, ২য় পর্বের কার্যক্রমে ছয় উপজেলার ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নি¤œ আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪২০ টাকায় চিনি ১ কেজি চিনি, ২ কেজি মসুরের ডাল ও ২ লিটার সয়াবিন তেল মিলবে এবারের টিসিবি প্যাকেজে। দীর্ঘ লাইনে দাড়িয়ে উদ্বোধনের পর থেকে পণ্য নিতে দেখা গেছে সুবিধাভোগীদের। সাশ্রয়ী মুল্যে পণ্য কিনতে পেরে খুশি তারা। এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৫ এপ্রিল ২০২৩