ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এ উপলক্ষে র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। দুই দিন ব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে ৭০ টি স্টল স্থান পেয়েছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প মেলায় প্রদর্শণ করছে।
বা// দৈনিক দেশতথ্য// ২০নভেম্বর//

Discussion about this post