Print Date & Time : 28 July 2025 Monday 4:46 am

ঝিনাইদহে ২ হাজার দুস্থ-অসহায়দের বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদাণ

ঝিনাইদহে ২ হাজার দুস্থ অসহায় মানুষদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদাণ করা হয়েছে। সেই সাথে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার ঔষধ।

শনিবার সকালে পাগলাকানাই ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস।

সেসময় বিএমএ’র সভাপতি ডাঃ মুন্সি মোঃ রেজা সেকেন্দার, রাবেয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানাসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাবেয়া হাসপাতালের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন বক্ষ্যব্যাধি, মা ও শিশু রোগ, শিশু বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, গাইনী ও সার্জারী বিশেষজ্ঞ ৭ জন চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদাণ করেন। সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে পাগলাকানাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ হাজার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। পরামর্শ ছাড়াও বিনামুল্যে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ইজিসি পরীক্ষা শেষে ঔষধ বিতরণ করা হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৯ সেপ্টেম্বর ২০২৩