Print Date & Time : 17 July 2025 Thursday 8:32 pm

ঝিনাইদহে ৩ দিনব্যাপী নাট্য কর্মশালা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ।।ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী প্রযোজনা কেন্দিক নাট্য কর্মশালা। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পোড়াহাটি এলাকায় এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদনী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম।

অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটারের নির্বাহী সদস্য শাহিনুর আলম লিটন, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাধারণ সম্পাদক তারেক হোসেন পল্লব প্রমুখ। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় অংকুর নাট্য একাডেমীর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় ঝিনাইদহ বিভিন্ন এলাকার ৫০ জন নাট্যকর্মী অংশ নিচ্ছে। এতে প্রশিক্ষণ প্রদাণ করবেন নাট্য নির্মাতা ও প্রশিক্ষক আব্দুর শহিদ মিঠু ও মুহাম্মদ হান্নান।

আর//দৈনিক দেশতথ্য//৮  সেপ্টেম্বর-২০২২