Print Date & Time : 21 August 2025 Thursday 3:57 pm

ঝিনাইদহে ৩ শিক্ষার্থী নিহতঃ বিচার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুজ্জামান মুরাদসহ ৩ শিক্ষার্থীকে হত্যা ও ২ শিক্ষার্থীকে  আহত করার ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলেজের সাধারন শিক্ষার্থী, নিহত ও আহতদের পরিবারের আয়োজনে শহরের পোস্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। 

ঘন্টাব্যাপি মানববন্ধনে আহত কলেজের জিএস সজীব আহমেদ, নিহত মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস, মা শেফালী বেগম, স্ত্রী সুমি খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, গত ৭ অক্টোবর রাতে দুর্ঘটনায় নয় পরিকল্পিতভাবে শিক্ষার্থী মুরাদ, তৌহিদ ও সমরেশকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী জানান তারা।

বুধবার বিকেলে নিহতের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত করে আদালতে মামলা দায়ের করে মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস।

 এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৩,২০২২//