ঝিনাইদহ সদর উপজেলার হুদা গোপালপুর থেকে বাজিতপুর সড়কে প্রায় ৪ কিলোমিটার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।
গতকাল দুপুরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নবধারার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনামুল হক।
সেসময় উপস্থিত ছিলেন নবধারার ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিকুল ইসলাম রুমান, সদস্য মো: রোকনুজ্জামান রোকন, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ঝেজি, বীর মুক্তিযোদ্ধা ফশিয়ার বিশ্বাসসহ অন্যান্যরা।
নবধারার ব্যবস্থাপনা পরিচালক রুমান বলেন , সবুজ বনায়ন করার লক্ষ্যে প্রায় দশ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানোর উদ্যোগ নিয়েছি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৩ মে ২০২৩

Discussion about this post