Print Date & Time : 24 August 2025 Sunday 4:22 pm

ঝিনাইদহে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

ঝিনাইদহে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। সোমবার সকালে ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউট মিলনায়তনে ঝিনাইদহ বিসিকের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। সকালে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউটের একাডেমিক ইনচার্জ মাহাবুব আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান, বিসিকের শিল্পনগরী কর্মকর্তা  অর্ণব কুমার পোদ্দার এবং সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিক।

আয়োজকরা জানায়, আগামী ৫ দিন জেলার বিভিন্ন এলাকার ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদাণ করা হবে। উদ্যোক্তার গুণাবলি, প্রজেক্ট প্রোফাইল তৈরি, ব্যাংক লোন প্রাপ্তির প্রশিক্ষণ, সরকারী অন্যান্য সংস্থাগুলো থেকে সুবিধা গ্রহণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হবে।

প্রশিক্ষণ প্রদাণ করবেন বিসিকের শিল্প নগরী কর্মকর্তা প্রশিক্ষক অর্ণব কুমার পোদ্দার, সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিকসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ নভেম্বর ২০২৩