Print Date & Time : 5 July 2025 Saturday 3:05 pm

ঝিনাইদহে ৬ ডাকাত আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর বাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ জন ডাকাতকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সম্রাট হোসেন (৩০), মনা ওরফে মুন্না (৩১), রাসেল শেখ (২৪), মুন্না খান (২৪), আলামীন হোসেন (২৪) ও সাহমত মাতুব্বর (৩৫)। তাদের বাড়ী ভোলা ও খুলনা জেলার ফুলতলা এলাকায়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেলে মহেশপুরের জলিলপুর বাজারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। জব্দ করা হয় একটি ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরমঞ্জাম।
আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালতে পাঠানো হবে বলেও জানা ওসি।

দৈনিক দেশতথ্য//এল//