ঝিনাইদহ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদকে গত মঙ্গলবার জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া হয়। নাগরিক সংবর্ধনা শেষে বুধবার সকালে ড. এম হারুন অর রশীদ জেলা পরিষদের দায়িত্বভার গ্রহন করেন।
এসময় ঝিনাইদহ সিটি কলেজের সাবেক অধ্যক্ষ তোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ড. এম. হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, ভাষা সৈনিক ও সাবেক চেয়ারম্যান আমির হোসেন মালিতা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সৃজনী ফাউন্ডেশনের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা অর্জুন কুমার মজুমদার, কোঁটচাদপুর কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর, শেখ সেলিম, এসএম রবি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সদর পৌর যুবলীগের আহ্বায়ক জাহিদ হাসান দিপুল। এর আগে দুপুরে বারোবাজার ও কালীগঞ্জের নানা পেশার হাজার হাজার মানুষ তাকে রাস্তায দাড়িয়ে ফুল দিয়ে অর্ভ্যথনা জানান।
এসময় তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আমি প্রশাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবাবায়ন করতে আমি বদ্ধ পরিকর।
বা// দৈনিক দেশতথ্য// ১৭ নভেম্বর//

Discussion about this post