Print Date & Time : 23 April 2025 Wednesday 12:39 am

ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে শিশু খাদ্য বিতরণ

ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর অডিটোরিয়াম মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

সেসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন, প্যানেল মেয়র-১ সাইফুল ইসলাম মধু, কাউন্সিলর আরেফিন কাইসার, মহিলা কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জু, সুফিয়া খাতুন প্রমূখ।

উল্লেখ্য, পৌর সভার নিজস্ব অর্থায়নে ২২০ জন শিশুর প্রত্যেকের মাঝে বিনামূল্যে এক কৌটা করে গুড়া দুধ বিতরণ করা হয়। এই উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সকল শিশুর মায়েরা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ জুলাই ২০২৩