Print Date & Time : 4 July 2025 Friday 9:04 pm

ঝিনাইদহ সদর হাসপাতালে জাহেদী ফাউন্ডেশনের অক্সিজেন সিলিন্ডার প্রদান

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। সম্প্রতি জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪০ টি অক্্িরজেন সিলিন্ডার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন-অর-রশিদ, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ূম শাহারিয়ার জাহেদী হিজল সহ চিকিৎসকবৃন্দ।

এছাড়াও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য আরো ১৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। সোমবার সকালে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের হাতে তুলে দেওয়া হয়।