Print Date & Time : 29 July 2025 Tuesday 8:13 am

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্যর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী, ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে এ দোয়ার আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন।

সেসময় বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, ছিদ্দিক আহমেদ, মছির উদ্দিন, জিল্লুর রহমান তাতার, গোলাম মোস্তফা লোটনসহ অন্যান্যা মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকরের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিউমোনিয়া ও লিবারের সমস্যায় তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। রোববার সকালে এয়ার এ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছে। 

তবে হাসপাতালে ভর্তির পর তার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ ফেব্রুয়ারী ২০২৪