ঠিকানাহীন, ভূমিদস্যু ও অরাজনৈতিক ব্যক্তির মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে ঝিনাইদহ-৪ (কোটচাদপুর ও মহেশপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আযম খান ।
আজ বিকেলে বর্তমান এমপি কোটচাদপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা নিকট স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমা শেষে কোটচাদপুর উপজেলার আওয়ামী লীগের আয়োজনে শহরের সনি হোটেলের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ওই আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আযম খান চ ল ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজান আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বর্তমান সংসদ সদস্য এ্যাড. শফিকুল আযম খান চ ল বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে দলীয় কোন বাধা নেই। যদি আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বাধা দেয় তাহলে তার কঠিন জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী দেন। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ঠিকানাহীন, ভ‚মিদস্যু ও অরাজনৈতিক ব্যক্তি বলেও আখ্যা দেন তিনি।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ ডিসেম্বর ২০২৩