শেখ দীন মাহমুদ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার বিভিন্ন নদীর ওয়াপদার ঝুকিপূর্ণ ভেড়ি বাঁধের ভাংগন কবলিত এলাকা স্বংস্কারে কার্যকরী ব্যবস্থা গ্রহণে অধিক দূর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ বেষ্টিত উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী, কালিনগর, দারুনমল্লিক, জিরবুনিয়া, পারমধুখালী ও শিবসা’র বিভিন্ন ভাংগন কবলিত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মোহম্মদ শফিউদ্দিন। মঙ্গলবার (১২ অক্টোবার) তিনি এসকল ঝুকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেলুটি ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) রিপন কুমার মন্ডল।
আরো উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণপদ দাশ,উপ-সহকারি প্রকৌশলী গোপাল কুমার দত্ত, ডগঅ এর সভাপতি চিত্ত রঞ্জন হালদার, ইউপি সদস্য সুকুমার কবিরাজ,কিংশুক রায়,চম্পক বিশ্বাস,রামচন্দ্র টিকাদার,রিংকু রায়,পলাশ রায়,রনধীর মন্ডল,মেরী রানী সরদার,বদিয়ার শেখ,চঞ্চলা রানী মন্ডল যুবলীগ নেতা শেখ মোহম্মদ আলী, নারায়ন রায়, প্রতুল সরদার,সুকৃতি বিশ্বাস,মান্নান শেখ, শ্রীকৃষ্ণ রপ্তান প্রমূখ।
এসময় জনপ্রতিনিধিদের পাইকগাছার বিভিন্ন নদীর অধিক ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধ স্বংস্কারে অতিদ্রুত কার্যত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।