Print Date & Time : 6 May 2025 Tuesday 6:33 am

টপসয়েল কাটায় জরিমানা, স্কেভেটর জব্দ !

মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে এগারটার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে জুয়েল ও রুবেল নামের দুই ব্যক্তির কাছে এই জরিমানা আদায় করা হয়। হাটহাজারী উপজেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যার পর উপজেলার ধলই ইউনিয়নের শান্তিরহাট এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর রাতের আঁধারে উপজেলার ধলই ইউনিয়নের শান্তিরহাট এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে স্কেভেটর ও ড্রাম ট্রাকের সাহায্যে মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিক্তিতে অভিযান চালানো হয়। অভিযানের কথা জানতে পেরে জড়িতরা পালিয়ে যায়। তবে স্থানীয় চেয়ারম্যান মেম্বারের সহযোগীতায় জড়িত রুবেল ও জুয়েল নামের দুইজনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা পাওয়ার রুবেলকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লক্ষ টাকা এবং ড্রাম ট্রাকের জন্য জুয়েল কে ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এবং মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। পরে ডিসিআর মূলে জরিমানার টাকা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা স্বীকার করেছেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//