টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে ইলন মাস্ককে প্রেসিডেন্টের চেয়ারে বসতে দেখা নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা প্রশ্ন করার আগে তিনি এমন প্রচ্ছদ সম্পর্কে কিছু জানতেন না বলে জানিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিরস্কার করে ট্রাম্প বলেন, টাইম ম্যাগাজিন কি এখনো ব্যবসা করছে? আমি এমনকি এটি জানতামও না। তবে এর কিছু বলেননি তিনি।
২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি তারিখে টাইমের প্রচ্ছদে দেখা যায়, ওভাল অফিসে প্রেসিডেন্টের ডেস্কের মাঝখানে একটি যুক্তরাষ্ট্রের পতাকা। তার পেছনে একটি প্রেসিডেন্টের পতাকার মাঝখানে অবস্থান করছেন ইলন মাস্ক।
ট্রাম্পের সদ্য প্রতিষ্ঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান মাস্ককে বাম হাতে একটি কফির কাপ ধরে থাকতে দেখা গেছে প্রচ্ছদে।
ম্যাগাজিনটি ‘ইনসাইড ইলন মাস্কস ওয়ার অন ওয়াশিংটন’ শিরোনামে একটি ফিচার প্রকাশ করেছে। সেখানে ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের পর থেকে সরকারের সংস্কারে ট্রাম্পের সহযোগী মাস্কের প্রচেষ্টা নিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
২০১৬ সালে নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করার দুই মাস পর এ ঘটনা প্রচ্ছদ প্রকাশ করলো টাইম।
স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এক্স-এর মালিক মাস্ককে ট্রাম্প প্রশাসনের অধীনে ডিওজিইর প্রধান হিসেবে ‘বিশেষ সরকারি কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টাদের একজন।
গত নভেম্বরে মাস্ক ওয়াল স্ট্রিট জার্নালে একটি মতামত নিবন্ধ লিখেছিলেন। মার্কিন ফেডারেল বাজেট কাটছাঁটের জন্য বড় আকারের পরিকল্পনার ঘোষণা দেন তিনি।
এর আগে মাস্কের অধীনস্থ সংস্থাটি বলেছিল, অপ্রয়োজনীয় পদে লোক নিয়োগ, করপোরেট আমেরিকায় বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) মুছে ফেলা এবং বিদেশি সংস্থাগুলোতে অনুপযুক্ত অর্থ প্রদান বন্ধ করতে হবে।
এম/দৈনিক দেশতথ্য//