টাঙ্গাইলের ধনবাড়ীতে তিন দিন ব্যাপী “কৃষি মেলা ২০২৩” শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধনবাড়ী, টাঙ্গাইল এর আয়োজনে এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় উক্ত মেলা শুরু হয়েছে।
১৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০.০০ টায় ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা এ মেলার উদ্বোধন করেন।
মেলা উদ্বোধনের পর উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আসলাম হোসাইন উপজেলা নির্বাহী অফিসার, ধনবাড়ী, টাঙ্গাইল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন , ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসলাম হোসাইন , প্রধান অতিথি ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, বিশেষ অতিথি ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল ,ধনবাড়ী থানার ওসি মোঃ জসিম উদ্দিন ,ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হুদা , ধনবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব- উন- নাহার , ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন খান, ধনবাড়ী হর্টিকালচার সেন্টার উদ্যানতত্ত্ববিদ মোঃ রাসেল পারভেজ তমাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধনবাড়ী উপজেলা এর বাস্তবায়নে ৩ দিনব্যাপী এ মেলা চলবে ১৮ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত। মেলায় ১৭টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে । মেলার স্টলসমূহ প্রতিদিন সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post